পাকিস্তানকে ছাড়ালো বাংলাদেশ। বাংলাদেশ আজ ২২ শে আগস্ট করোনা ভাইরাসের মোট আক্রান্ত এর সংখ্যার দিকদিয়ে পাকিস্তানকে টপকে গেছেন। এর মাধ্যমে বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দারালো ২,৯২,৬২৫ জন। এর মধ্যে মোট বাংলাদেশের মৃত্যুর সংখ্যা গিয়ে দারালো ৩,৯০৭ জনে। সেই সাথে মোট সুস্থ্য হয়েছে ১,৭৫,৫৬৭ জন।
আজ নতুন করে ৪৬ জনের মৃত্যু হয়েছ।
অপর দিকে পাকিস্তানের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ২,৯২,১৭৪ জন। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দারালো ৬,২৩১ জনে। সেই সাথে মোট সুস্থ্য হয়েছে ২,৭৫,৩১৭ জন।
এর মাধ্যমে বোঝা যায়যে, পাকিস্তানের মোট আক্রান্তের মধ্যে অধিক সংখ্যক করোনা রোগি সুস্থ্য হয়ে উঠছে। সেই সাথে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের মৃতের সংখ্যা বেশি।
অপরদিকে আক্রান্তের দিক থেকে প্রতিদিনই বাংলাদেশ অনেক অনেক বেশি আক্রান্ত বাড়ছে।
বিগত কয়েক দিনের মোট আক্রান্তে সংখ্যা দেখলে দেখা যাবে যে, পাকিস্তানের আক্রানের সংথ্যা দিনে দিনে কমে আসছে।
যেমন বিগত ১০ দিনের তথ্য দেয়া হলোঃ
পাকিস্তানঃ বাংলাদেশ
তারিখ মোট আক্রান্তের সংখ্যা মোট মৃত্যু মোট আক্রান্তের সংখ্যা মোট মৃত্যু
১২/০৮/২০২০ ৭৩০ ১৭ ২৯৯৫ ৪২
১৩/০৮/২০২০ ৭৫৩ ১০ ২৬১৭ ৪৪
১৪/০৮/২০২০ ৬২৬ ১৪ ২৭৬৬ ৩৪
১৫/০৮/২০২০ ৭৪৭ ৯ ২৬৪৪ ৩৪
১৬/০৮/২০২০ ৬৭০ ৬ ২০২৪ ৩২
১৭/০৮/২০২০ ৪৯৮ ৭ ২৫৯৫ ৩৭
১৮/০৮/২০২০ ৬১৭ ১৫ ৩২০০ ৪৬
১৯/০৮/২০২০ ৬১৩ ১১ ২৭৪৭ ৪১
২০/০৮/২০২০ ৫১৩ ৮ ২৮৬৮ ৪১
২১/০৮/২০২০ ৬৩০ ১০ ২৪০১ ৩৯
এই চিত্র দেখলেই বোঝা যায়যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের করোনা আক্রান্ত দিনে দিনে অবনতি হচ্ছে।
এই রির্পোট লেখা পর্যন্ত সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২,৩১,৪৯,৫৩৯ জন।
এই রির্পোট লেখা পর্যন্ত সারাবিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৮,০৩,৮০৩ জন।
এই রির্পোট লেখা পর্যন্ত সারাবিশ্বে মোট সুস্থ্যর সংখ্যা ১,৫৭,৩২,৪৬৮ জন।